সৌরভ এর তরফ থেকে সবাইকে সরস্বতী পূজার জানাই সবাইকে অগ্রিম শুভেচ্ছা সরস্বতী পূজার জানাই সবাইকে অগ্রিম শুভেচ্ছা 🕠 অপেক্ষায় 🕗 হে হে হে ডিংঙ্কা চিকা ডিংঙ্কা চিকা ............. শুভ রজনী ............. শুভ দিন পূজার বাকি কয়েক দিন, দুরের মানুষ আসুক কাছে, কাছের জন ও থাকুক পাশে, মন ছুটে যাক মনের টানে সরস্বতী পূজার আগমনে? উপভোগ করবে এক দিন, পূজা পাবেনা প্রতিদিন নিমন্ত্রণ রইল পূজার দিন। সবাইকে জানাই সরস্বতী পূজার অগ্রিম। (শুভেচ্ছা) 👉 সরস্বতী পূজাঃ সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূ
Thanks
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete